ঘোষণা করা হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মাথা’ চাই। মাথার দাম ধার্য হল ৮ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭৬ কোটি টাকা। এমনকী ইরানবাসীর কাছে বার্তা, প্রত্যেক নাগরিককে ১ ডলার করে সাহায্যের আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভের মাঝে শুধু শোনা যায়, ‘ডেথ টু আমেরিকা’, ‘ডেথ টু ইজরায়েল’ স্লোগান।
তেহরানের মানুষ ঠিক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম–৮ কোটি ডলার (প্রায় ৫৭৫ কোটি টাকা)! মিছিলে ঘোষণা হল, ‘ইরানের জনসংখ্যা ৮ কোটি। এই ইরানবাসীর থেকেই মাথাপিছু এক ডলার করে মোট ৮ কোটি ডলার আমরা সংগ্রহ করব। যে মার্কিন প্রেসিডেন্টকে মারতে পারবে, এই নগদ তাকে উপহার হিসেবে দেওয়া হবে!’
ইরান থেকে তেল কেনা নিয়ে অন্যান্য দেশগুলির উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করেন ট্রাম্প। ইরাক, লেবানন–সহ মধ্যপ্রাচ্যে দেশগুলিতে মার্কিন বাহিনীর সঙ্গে ধারাবাহিক ছায়াযুদ্ধে লিপ্ত থেকেছে ইরান। যার পুরোধারে ছিলেন কাসেম সোলেমানি। সৌদি আরবে তেলবাহী জাহাজ বা তেল শোধনাগার অ্যারমকোয় ড্রোন হামলায় ইরানের যোগসাজশ, মার্কিন দূতাবাসে বিক্ষোভ–সহ একাধিক ঘটনায় ঘুম ছুটেছিল মার্কিন প্রেসিডেন্টের। তারপরই বাগদাদে সোলেমানি নিকেশের পথে হাঁটেন মার্কিন প্রেসিডেন্ট।