যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর নির্বিচারে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে এই হতাহতের ঘটনা ঘটায়। সন্দেহভাজন বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছে তারা।
পুলিশ জানায়, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের দুই অফিসার মিডল্যান্ড হাইওয়েতে একটি গাড়ি আটকানোর পরই হামলা শুরু হয়। গাড়িটির চালক ওই অফিসারদের লক্ষ্য করে গুলি চালায়। পরে সেখান থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী। এর পর নিজের গাড়ি ফেলে মার্কিন ডাক বিভাগের একটি গাড়ি চুরি করে। পরে ওডেসার একটি সিনেমা হলে গিয়ে গুলি চালাতে শুরু করে।