টলিপাড়ায় লেগেছে ফাগুনের ছোঁয়া। দোল উৎসবে মেতেছিলেন অভিনেতা-অভিনেত্রীরা।
অনকেটা ঘরোয়াভাবেই দোল উৎসব পালন করেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি দম্পতি। একই রঙের পোশাকে পরেছিলেন তারা।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ছেলে সহজকে নিয়েই দোল কাটালেন। বাঘাযতিন তরুণ সংঘের প্রভাতফেরি দিয়ে শুরু করেছিলেন। এরপর ছেলে এবং পরিচিত বন্ধু-বান্ধবদের নিয়ে সামিল হলেন রং খেলায়।
কখনও এলোচুলে মালা গাঁথছেন আবার কখনও বা অলস দুপুরে বসন্তের রোদে হাত-পা সেঁকে নিচ্ছেন। অভিনেত্রী পাওলি দাম বসন্ত উৎসবে অন্য মেজাজে ধরা দিলেন।
নিজে কোনো ছবি পোস্ট না করলেও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি ফ্যান পেজ ছেলে ঝিনুকের সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে- ছেলে ঝিনুকের সঙ্গে লাল আবির মেখে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী।
নিজের সংস্থায় মুক এবং বধির শিশুদের সঙ্গে দোল খেললেন ঋতাভরী। ওদের সঙ্গেই টাইম মেশিনে চেপে শৈশবে পৌঁছে গিয়েছিলেন তিনি।
সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রিয়জনের সঙ্গে তিনিও মেতে উঠলেন দোলের উৎসবে।
হলুদ শাড়ি, আর কড়ি দেয়া ঝুমকায় সেজে অভিনেত্রী সোহিনী সরকারও দোল খেলায় মাতলেন। অনুরাগীদের জানালেন শুভেচ্ছা।
বন্ধু-বান্ধব এবং আত্মীয়-পরিজনদের সঙ্গে দোল খেলায় মাতলেন সম্পূর্ণা লাহিড়ী।
হালকা বাসন্তী শাড়িতে নিজেকে মুড়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কপালে কমলা রঙের আবিরের ছোঁয়া।