ব্রেকিং নিউজ

ঝাড়খণ্ডে পাঁচ দফায় ভোট!‌

মহারাষ্ট্র এবং হরিয়ানার পর এবার ভোটগ্রহণ ঝাড়খণ্ডে। শুক্রবার রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। ৩০ নভেম্বর থেকে ঝাড়খণ্ডে পাঁচ দফায় ভোট, ফল ২৩ ডিসেম্বর, ঘোষণা কমিশনের। মাত্র ৮১ বিধানসভা আসনের এই রাজ্যে পাঁচ দফায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন। ফলে ভোটের সঙ্গে ঝাড়খণ্ডে হিংসা হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি জানান, পাঁচ দফায় ভোট হবে ঝাড়খণ্ডে। ৩০ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট হতে চলেছে। ভোট গণনার শেষদিন ২৩ ডিসেম্বর। ২০ শতাংশ পোলিং স্টেশনও ওই রাজ্যে বাড়ানো হয়েছে। রাজ্যের প্রথম দফার ভোট হবে ৩০ নভেম্বর এবং শেষ দফার ভোট হবে ২০ ডিসেম্বর। মাঝে বাকি তিন দফায় ভোটগ্রহণ হবে ৭ ডিসেম্বর, ১২ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর।
জানা গিয়েছে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ভোটের পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশনের বিশেষ প্যানেল। তার পরই ভোটের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেও ঝাড়খণ্ড নিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছিল নির্বাচন। দুই রাজ্যের ভোট মিটতেই তা ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী সপ্তাহেই রাজ্যে মহাজোট ঘোষণা করতে পারে কংগ্রেস এবং হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। জেএমএমকে সিংহভাগ আসন দিয়ে কংগ্রেস নিজে পেছনের সারিতে থাকতে পারে। তবে রাজ্যে রঘুবর দাস আবার মুখ্যমন্ত্রীর আসনে ফিরে আসেন না কি হেমন্ত সোরেন সেই আসন পুনরায় দখল করেন, সেটা জানা যাবে ২৩ ডিসেম্বর।