ব্রেকিং নিউজ

জ্বলছে অসম, ত্রিপুরায় বন্ধ ইন্টারনেট

বন্‌ধ সফল হয়েছে অসমে। আর আজ বুধবার রাজ্যসভায় আনা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিল পাশ করানোর মতো প্রয়োজনীয় সাংসদ সংখ্যা জোগাড় করে ফেলেছে সরকার। এই খবর চাউর হতেই ত্রিপুরা, অসম–সহ গোটা উত্তরপূর্বেই বিক্ষোভ চলছে সরকারের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ত্রিপুরায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা।
মঙ্গলবারই সেখানে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তারপর বুধবার ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছে এটা কাশ্মীর নাকি?‌ ত্রিপুরাতেও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ করে দিয়েছে বিপ্লব দেবের সরকার। ত্রিপুরাকে ওই বিলের আওতা থেকে বাইরে রাখার দাবিতে আগরতলায় বিক্ষোভ দেখায় জনতা। ধলাই জেলায় একটি বাজারে আগুন লাগিয়ে দেয় জনতা।
এই একই পরিস্থিতি এবার দেখা দিল বাংলায়। বিক্ষোভের আঁচ এসে পড়ল এবার উত্তরবঙ্গের পাহাড়েও। অপ্রীতিকর কিছু না ঘটলেও, দার্জিলিঙের চকবাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সাংসদ রাজু বিস্তের কুশপুতুল দাহ করা হয়েছে। দার্জিলিং শহর সমিতির পক্ষ থেকে এই কুশপুতুল দাহ করা হয়। সংসদ ভবনে অমিত শাহের দেওয়া বয়ান এবং নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করা হয়। সিএবি, এনপিআর ইত্যাদির মাধ্যমে চক্রান্ত করে দেশের মধ্যে এনআরসি চালু করার চেষ্টা করছে বিজেপি সরকার। যার ফল আমরা লক্ষ করছি প্রতিবেশী রাজ্য অসমে।
পরিস্থিতি জটিল আকার নিচ্ছে দেখে অসমের লখিমপুর, তিনসুকিয়া, ডিব্রুগড়, সোনিতপুর জেলায় ১৪৪ ধারা জারি রেখেছে অসম সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় আজও চলছে বন্‌ধ। বিভিন্ন জায়গায় বিলের বিরোধিতায় চলছে মিছিল। এই অবস্থায় একাধিক ট্রেন বাতিল করেছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল।