পাক জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদের নিশানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হামলা চালাতে একটি বিশেষ বাহিনীও গড়ে প্রশিক্ষণ দিচ্ছে জৈশ। জৈশ–ই–মহম্মদের এই ছকে হাত মিলিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এমনকী হিট লিস্টে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কাশ্মীর থেকে ৩৭০ বিলোপের সিদ্ধান্তের কারণে এই টার্গেট করেছে পাক সন্ত্রাসবাদী সংগঠন।
বিদেশি একটি গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, মোদী, অমিত শাহ, দোভালের উপর হামলার ছক কষতে সম্প্রতি জৈশ–ই–মহম্মদের অন্যতম নেতা শামসের ওয়ানি একটি গোপন বৈঠক করেছে। সেপ্টেম্বর মাসেই এই হামলা চালাতে পারে। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি একটি চিঠি পেয়েছে। তাতে লেখা, মোদী, শাহ এবং ডোভালকে টার্গেট করা হয়েছে। বদলা নেওয়া হবে বলেও হুমকি চিঠিতে লেখা আছে।
গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপে এই তিন জনের ভূমিকা রয়েছে। পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানার পেছনেও রয়েছেন মোদী, অমিত শাহ, দোভাল। উরির সার্জিক্যাল স্ট্রাইক অজিত দোভালের নেতৃত্বেই সম্ভব হয়েছিল। তাই বদলা নিতে এই তিনজনের ওপর হামলার ছক কষেছে জৈশ। চিঠিতে ৩০টি শহরে হামলার হুমকিও দেওয়া হয়েছে।
