যুক্তরাজ্যের চিকৎসকদের দাবি, আগামী জানুয়ারির মধ্যেই করোনার ওষুধ বাজারে আসবে। সিইপিআই ভ্যাকসিন ডেভলপমেন্টর পরিচালক মেলানি সেভিল বলছেন আগামী বছরের মধ্যেই ওষুধটি সবার ব্যবহারের উপযোগী হবে। প্রথমে স্বাস্থ্যসেবা কর্মী ও শারিরীকভাবে দুর্বলদের দেওয়া হবে করোনার ওষুধ। এরই মধ্যে ওষুধ তৈরি বাবদ ২১০ মিলিয়ন ডলার অনুদান গ্রহণ করেছে এ কম্পানি। এ বিষয়ে বিট্রিশ সরকার বলছে করোনার ওষুধ তৈরিতে এটা বড় ধরনের অনুদান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন আমাদের চিকৎসকরা করোনার প্রতিষেধক তৈরি করছে যা সারা বিশ্বের মানুষকে সুস্থতা দান করবে।
