‘কে ঘর কব আওগে, লিখো কব আওগে’—গানের লাইনটি আজও সবাইকে শিহরণ জাগায়। বর্ডার সিনেমার একটি গানের লাইন। সেনাবাহিনীর জীবন কেমন হয়, কতটা কষ্ট করতে হয় দেখানো হয়েছিল সিনেমাটিতে। কিন্তু সবার চিঠি সবসময় সঠিক সময়ে আসে না। উদাহরণ– ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস ডে। গোটা বিশ্বে আজ প্রেম আর উষ্ণতা বিনিময় করছে। আর ৪০ পরিবার করছে স্মৃতিচারণ।
এই স্মৃতিচারণের কারণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হানার প্রথম বর্ষপূর্তি। পুলওয়ামার শহিদ জওয়ানদের স্মরণে লেথপোরা ক্যাম্পে আজ মেমোরিয়ালের উদ্বোধন হবে। সিআরপিএফের এডিজি জুলফিকার হাসান জানান, অনুষ্ঠানটি যতটা সম্ভব অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত হয়েছে। কারণ দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ গিয়েছে তাঁদের। সেখানে আড়ম্বর বেমানান।
এই দিনটি উদযাপনের নয়। শপথের। সিআরপিএফ শপথ নিয়েছে, জওয়ানদের মূল্যবান জীবন নিয়ে আর কোনও গাফিলতি হবে না। কনভয় মুভমেন্ট হবে যথেষ্ট সতর্কতার সঙ্গে। পুলওয়ামার বদলা অবশ্য ভারত নিয়েছে। পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক করে জঙ্গি শিবির মাটিয়ে মিশিয়ে দিয়েছে বায়ুসেনা। জৈশ–ই–মহম্মদের অধিকাংশ জঙ্গি নিকেশ হয়েছে। কিন্তু শহিদ জওয়ানদের পরিবারগুলিতে যে ক্ষত তার নিরাময় হয়নি। লেথপোরা ক্যাম্পের মেরোরিয়াল হয়তো আগামী দিনে সেই বার্তাই বহন করবে।
