আগামী ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের প্রথম বিবাহবার্ষিকী। গত বছরের এই দিনে যোধপুরের বিলাস বহুল উমেদ ভবন প্যালেসে তারা গাঁটছড়া বেঁধেছিলেন। সেই দিনটাকে আরো স্মরণীয় করে রাখতে এবার নতুন সদস্যকে এই দম্পতি ঘরে নিয়ে এলেন। ছেলের মা হয়ে যেন ‘উপচে’ পড়ছে প্রিয়াঙ্কার খুশি। সকালে নিক যখন ঘুমোচ্ছেন, তখন ছেলেকে হঠাৎই তার কোলে তুলে দিলেন। ঘুম চোখে এমন অভূতপূর্ব উপহার দেখে তো বেজায় খুশি নিক। ছোট্ট ছেলেটি হল নিক-প্রিয়াঙ্কার নতুন পোষ্য। তার নাম জিনো জোনাস।
ছোট এই জিনো জার্মান শেফার্ডের পুরুষ বাচ্চা। অ্যানিভার্সারির আগে আপাতত জিনোকে নিয়ে নিক-প্রিয়াঙ্কার সংসার দিব্যি কাটছে। নিকের সঙ্গে ছেলে জিনোর ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ব্যাক ইউথ মাই বয়েজ।