লাইফস্টাইল

চাইনিজ খাবারে করোনাভাইরাস আতঙ্ক

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন। আর সেই আতঙ্ক আরও উসকে দিল চাইনিজ খাবার! সারা বিশ্বেই কদর রয়েছে চাইনিজ খাবারের। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের ফলে চাইনিজ খাবার অনেকেই ছাড়তে বসেছেন। তাদের ধারণা, চাইনিজ ফুডের বিভিন্ন ধরনের সস, চাউমিন থেকেই করোনাভাইরাস ছড়াচ্ছে! আবার বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াও বলছে একই কথা। কারণ এর আগেও ফাস্টফুড ও মাংস থেকেই অনেক ভাইরাস ছড়িয়েছিল। তাই এবারও এমন হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

এদিকে খোদ চীনের বাজারেও চাইনিজ ফুডের কদর কমেছে। ভারতেও চাইনিজ খাবারের প্রতি সাধারণ মানুষের ভীতি তৈরি হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রোগ্রামের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণগুলোর ঝুঁকির তালিকায় চাইনিজ খাবার পড়ে না।