করোনা ভাইরাস সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে জনতা কারফিউ চলছে ভারতজুড়ে। করোনার সংক্রমণের চেন ভেঙে ফেলতে রোববার (২২ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউয়ের আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গেও তা মানা হচ্ছে। কারফিউ মানতে নিজেরা সচেতন হাওয়ার পাশাপাশি দর্শক-ভক্তদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন অভিনেতা দেব, রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, চিত্রনাট্যকার-অভিনেতা পদ্মনাভ দাশগুপ্তসহ বহু তারকা। ২১ মার্চ রাত থেকেই সাধারণ মানুষকে জনতা কারফিউয়ের দিনে ঘরে থাকতে এবং প্রয়োজনে কয়েকদিন নিজেকে ঘরবন্দি থাকতে অনুরোধ জানিয়েছেন অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা। নানা সচেতনতামূলক বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যেমে। ব্যবসায়ীদেরও ঘরে থাকার পরামর্শ দেন।
রোববার সকাল থেকে কলকাতার রাজপথ জনশূন্য। দু-একটা ট্যাক্সি, হাতে গোনা সরকারি বাস ছাড়া কোনো গণপরিবহন পথে নামেনি। এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ফেজের দোড়গোড়ায় ভারত। এই ফেজটিতে সংক্রমণ শুধু একজনের থেকে আর একজনের সংস্পর্শে ছড়ায় না, বরং প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই একটা গোটা সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।