বিনোদন

গ্র্যামিতে প্রিয়াঙ্কার চমক

সোমবার (২৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হলো ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ড। অনুষ্ঠান শুরু হতেই ফের আলোচনায় উঠে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গ্র্যামির লালগালিচায় নেকলাইন পোশাক পরে বলিউডের এই অভিনেত্রী মঞ্চ কাঁপালেন। হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ ২০০০ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে সবুজ রঙের একটি নেকলাইন পোশাক পরে মঞ্চ কাঁপিয়েছিলেন। আর এ বছর সাদা রঙের নেকলাইন পোশাক বেছে নিয়েছেন পিসি। চমকপ্রদ তথ্য হচ্ছে এই তারকা স্বামী নিক জোনাসের সঙ্গে ৬২তম গ্র্যামির মঞ্চে দাঁড়িয়ে সদ্য প্রয়াত বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টকে সম্মান জানিয়েছেন। এ বছরের গ্র্যামির জন্য নিক বেছে নিয়েছিলেন ওলিভ রঙের স্যুট।