অর্থনীতি বাংলাদেশ

গ্রামীণফোন ও রবিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত

বাংলাদেশের প্রধান দুইটি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন এবং রবি-আজিয়াটায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জানা যায়, মঙ্গলবার বাংলাদেশের টেলিকম খাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠায় । বৃহস্পতিবার ওই প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে বলেছেন, ”প্রশাসক নিয়োগের ব্যাপারে বিটিআরসি একটি প্রস্তাব পাঠিয়েছিল। আজ আমরা সেই প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছি। এখন বিটিআরসি পরবর্তী পদক্ষেপ নেবে।” এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক বার্তা দেবে কিনা জানতে চাইলে মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ”এতে নেতিবাচক বার্তা দেয়ার কী আছে? সরকার জনগণের পাওয়া টাকা আদায়ের জন্য ব্যবস্থা নেবে না? এখানে তো জোর করে কিছু করা হচ্ছে না। জনগণের প্রাপ্য টাকা আদায়ের জন্য সরকারকে তো পদক্ষেপ নিতেই হবে।” বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলছেন, “এখন আমরা প্রশাসক নিয়োগের জন্য উপযুক্ত লোকজন দেখতে শুরু করবো। এরপর সেখানে প্রশাসক নিয়োগের ব্যবস্থা করা হবে।”