শহিদ মিনারে রবিবার অমিত শাহের সভায় আসার পথে ‘গোলি মারো’ স্লোগান উঠেছিল। সেই ঘটনায় জড়িত তিন জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সুরেন্দ্রকুমার তিওয়ারি, ধ্রুব বসু এবং পঙ্কজ প্রসাদ। তারা তিনজনেই বিজেপি’র আইনজীবী সেলের সদস্য।
নিউ মার্কেট থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছিল। রাতেই সিসিটিভি ফুটেজ দেখে তিন অভিযুক্তকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে হুমকি দেওয়া, জামিনঅযোগ্য সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে। নবান্ন থেকে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। রবিবার রাতেই এই ঘটনায় মামলা দায়ের করে নিউ মার্কেট থানা। ভারতীয় দণ্ডবিধির ১৫৩–এ, ৫০৫, ৫০ এবং ৩৪, ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
দিল্লি ভোটের প্রচার চলাকালীন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর প্রথম ওই স্লোগান দিয়েছিলেন। যা পরে সব বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা প্রায় বেদবাক্য হিসেবে গ্রহণ করে। এবার কলকাতাতেও ওই ঘটনায় স্বভাবতই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপি সমর্থক এবং সিএএ বিরোধীদের মধ্যে গোলমাল যাতে বড় আকার না নেয়, তা সামলাতে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থলে পৌঁছন যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা, অতিরিক্ত কমিশনার ডি পি সিং–সহ পুলিশের আধিকারিকেরা। দু’পক্ষকে সরিয়ে দেন তাঁরা। পড়ুয়ারা গলির মুখেই বসে পড়েন। পুলিশ তখন কয়েকটি খালি বাস দাঁড় করিয়ে দেয় গলির মুখে। যাতে গলিতে কারা রয়েছেন, তা রাস্তা থেকে দেখা না যায়। দু’পক্ষকে সরিয়ে দিতেই বিজেপি’র মিছিল থেকে স্লোগান ওঠে, ‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো সালোঁকো।’