ব্রেকিং নিউজ

গুলিতে নিকেশ তিন জঙ্গি

জম্মু–কাশ্মীরের নাগরোটায় পুলিশের উপর হামলা চালানোর যোগ্য জবাব পেল জঙ্গিরা। তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হল তিন জঙ্গির। আহত হয়েছেন এক পুলিশকর্মী। শুক্রবার সাতসকালে জম্মুর টোল প্লাজায় পুলিশকর্মীদের সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। জম্মু–শ্রীনগর জাতীয় সড়কের কাছে নাগরোটা এলাকায়। জখম পুলিশকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে নাগরোটার বান এলাকায় থাকা টোল প্লাজায় ডিউটি করছিলেন একদল পুলিশকর্মী। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ শ্রীনগর থেকে আসা একটি ট্রাক থামাতেই আচমকা সেটির ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে গুলি বেরিয়ে আসে। পাল্টা গুলি চালাতে থাকেন পুলিশকর্মীরাও। দুটি গ্রেনেড বিস্ফোরণও হয়। কিছুক্ষণ বাদে তিন জঙ্গি নিকেশ হলেও বাকি কয়েকজন জঙ্গি রাস্তার ধারে থাকা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। গুলির লড়াইয়ে এক পুলিশকর্মীও জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জম্মু–কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানান, ওই এলাকা লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে গা ঢাকা দেয় কয়েকজন জঙ্গি।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও।এই ঘটনার জেরে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচল স্থগিত রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি বাকি জঙ্গিরা এখনও পর্যন্ত ধরা না পড়ায় নাগরোটা এলাকার সমস্ত স্কুল শুক্রবারের জন্য বন্ধ রাখা হয়েছে। পরে আবার জম্মু–শ্রীনগর হাইওয়ের বন টোল প্লাজার কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে তীব্র গুলিবিনিময় শুরু হয় সন্ত্রাসবাসী ও বাহিনীর মধ্যে। উধমপুরের জেলা উন্নয়ন কমিশনার পীযুশ সিংলা জানিয়েছেন, এনকাউন্টারের কারণে উধমপুরের সব স্কুল বন্ধ রাখা হয়েছে।