আন্তর্জাতিক

গাঢ় ধূসর তালিকার পথে পাকিস্তান

নিজেদের কিছুতেই শোধরাতে চায় না পাকিস্তান। আর তার জন্যই এবার খেসারত দিতে হবে বলে মনে করা হচ্ছে। ফলে চাপও বাড়ছে পাকিস্তানের ওপর। এবার‌ শেষবারের মতো জঙ্গিদের অর্থসাহায্য বন্ধ করতে বলা হল পাকিস্তানকে। এটাই ওই দেশকে কালো তালিকাভুক্ত করার আগে শেষ সতর্কবার্তা। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) প্লেনারি সেশনে ইতিমধ্যে যা ইঙ্গিত মিলেছে, সদস্য দেশগুলি মনে করছে জঙ্গিদের অর্থসাহায্য বন্ধ করতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি পাকিস্তান।
২৭টি পদক্ষেপের মধ্যে মাত্র ৬টি করেছে তাঁরা। আগামী ১৮ অক্টোবর পাকিস্তানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয়। এর পরের পর্যায়টি হল তাদের কালো তালিকাভুক্ত করা। কিন্তু ধূসর ও কালোর মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আছে। তা হল গাঢ় ধুসর তালিকা। কোনও দেশকে ওই তালিকায় ফেলা মানে তাকে শেষবারের মতো সতর্ক করা হচ্ছে। প্যারিসের এই নজরদারি সংস্থাটি পাকিস্তানকে ধূসর তালিকায় রাখে এবং ২০১৯ সালের অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্যে ওই দেশকে সময় দেয়।
পরিস্থিতি যদি সেদিকে গড়ায় তাহলে আইএমএফ, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহায়তা পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে। ফলে পাকিস্তানের বর্তমান আর্থিক অবস্থা আরও অনিশ্চিত হয়ে পড়বে।