বিনোদন

গান গেয়ে ঋষি ও ইরফানকে অমিতাভের স্মরণ

ঋষি কাপুর ও ইরফান খান পরপর দুই দিনে বলিউডের জনপ্রিয় এই দুই নক্ষত্রকে হারিয়ে যেন একেবারেই স্তব্ধ হয়ে গেছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু ঋষি-ইরফানকে একসঙ্গে হারিয়ে যেন একটু বেশিই ভেঙে পড়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

ঋষির সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। সবশেষ তাদের দেখা গেছে ‘১০২ নট আউট’-এ। সেই ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে একটি গানের ভিডিও নির্মাণ করেছেন বিগ বি।

‘ওয়াক্ত নে কিয়া কে হাসিন সিতাম’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অমিতাভ বচ্চন নিজেই।

https://youtu.be/XKEvYpZ3Ei0

ইরফানের সঙ্গে সুজিত সিরকারের ‘পিকু’ ছবিতে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন। সেই ছবির থিম মিউজিক নিজের টুইটারে শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ।