ব্রেকিং নিউজ

খড়দহ:‌ আইসি–কে সরানো হল

অবশেষে সরে যেতে হল খড়দহ থানার আইসি অনিমেষ সিংহ রায়কে। কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা এবং থানায় নিয়ে এসে শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগে তাঁকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় খড়দহে আনা হয়েছে ব্যারাকপুরের আইসি সুজিত ভট্টাচার্যকে। এই মুহূর্তে এটাই জেলার সবচেয়ে চর্চিত খবর।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছিলেন সন্ময় বাবু। এমনকী রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লেখেন সন্ময়বাবু। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। এরপর জামিন পেয়ে যান সন্ময় বন্দ্যোপাধ্যায়।
জামিন পাওয়ার পর প্রকাশ্যেই তিনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর খড়দহ থানা তাঁকে মানসিক এবং শারীরিক নিগ্রহ করেছে। থানায় তাঁকে মারধর করা হয়েছে। এই অভিযোগে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। অস্বস্তি বাড়ে রাজ্য প্রশাসনের।
এই কাজে স্বয়ং বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বদলি করে দেওয়া হল আইসিকে। অনিমেষবাবুকে হাওড়ায় বদলি করা হয়েছে।