মধুমিতা সরকারকে একটা গানের ভিডিওতে খোলামেলা পোশাকে দেখা গেছে। যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রযোজনা সংস্থা এসভিএফ’র তরফে প্রকাশ্যে আনা হয়েছে দেব অরিজিৎ ও নিকিতা গান্ধীর গাওয়া এই গানটা। ছবির টিজারের মতোই ‘শুনে নে’ গানটির দৃশ্যায়নেও সাহসী চরিত্রে ধরা পড়েছেন মধুমিতা সরকার।
খোলামেলা পোশাকে বিছানায় বসে রয়েছেন মধুমিতা। আর তাকে গিটার বাজিয়ে অর্জুন গান শোনাচ্ছেন। এমনই একটি দৃশ্যায়নে উঠে এসেছে ‘লাভ আজ কাল পরশু’র শুনে নে গানটা। ‘শুনে নে’ গানটির দৃশ্যায়নে অভিনেতা অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকারকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এমনকি এই গানে সুইমিং পুলের নিচে অর্জুন-মধুমিতার একটি চুম্বনের দৃশ্যও রয়েছে।