তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) থেকে ইস্তফা দিলেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব। বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়কের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের নীতি নির্ধারক আধিকারিক ডি কে জৈন সিএসি প্যানেলকে স্বার্থ সংঘাতের নোটিশ পাঠিয়েছিলেন। স্বার্থ সংঘাতের এই অভিযোগ তুলেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত। সিএসি প্যানেল গঠিত হয়েছিল কপিল, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামীকে নিয়ে। স্বার্থ সংঘাতের নোটিশ পাওয়ার পরে রঙ্গস্বামীও নিজের অবস্থান ব্যাখ্যা করে ইস্তফা দিয়েছেন। জানা যায়, পদত্যাগ পত্রে এর কারণ হিসেবে কোনও কিছুই উল্লেখ করেননি কপিল দেব। যদিও সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে ই-মেইলে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। উল্লেখ্য, অ্যাড-হক কমিটির (ক্রিকেট অ্যাডিভাইসরি কমিটি) প্রধান হিসেবে এ বছরেরই জুলাইয়ে নিযুক্ত হয়েছিলেন বিশ্বজয়ী অধিনায়ক কপিল।
সম্পর্কিত খবর
সিরিজ জিতল নিউজিল্যান্ড
Posted on Author নিজস্ব সংবাদদাতা
পাল্লাকেলেতে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৬১ রান করে
ফুটবলের থেকে জনপ্রিয় বেশি ক্রিকেট, মিলল প্রমাণ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই তকমাটা বোধহয় আর রইল না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দাবি করেছে, সারা বিশ্বে ফুটবলের থেকে ক্রিকেট বেশি জনপ্রিয়। আর এই নিয়ে প্রমাণও দিয়েছে তারা।
হৃদরোগে আক্রান্ত কপিল দেব
Posted on Author নিজস্ব সংবাদদাতা
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। নয়াদিল্লির ফর্টিজ এসকর্টস হার্ট ইনস্টিটিউটে ‘হরিয়ানা হ্যারিকেন’–কে ভর্তি করা হয়েছে।