প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন আবারও পর্দায় আসছে। তাকে নিয়ে এর আগে নির্মিত হয়েছিলো বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’ । ছবিতে বিবেক ওবেরয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে দেখা যায়। অনেক কাঠখড় পুড়িয়ে লোকসভা নির্বাচনের পরেই মুক্তি পায় ছবিটি। এখন প্রশ্ন হচ্ছে, এবারের নরেন্দ্র মোদির চরিত্রে থাকছেন কে ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চরিত্রের জন্য শোনা যাচ্ছে একাধিক নাম। তবে এই দৌড়ে এগিয়ে আছেন সুপারস্টার অক্ষয় কুমার । শুধু অক্ষয় কুমার নয়, এর পাশাপাশি শোনা যাচ্ছে পরেশ রাওয়াল আর অনুপম খেরের নামও। অনুপম খের আর পরেশ রাওয়াল এই দুই অভিনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুবই কাছের। তারা দুজনই দাপুটে অভিনেতা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয়ের জন্য অন্যদের তুলনায় অক্ষয় কুমারের নামই বেশি উচ্চারিত হচ্ছে।
এদিকে নরেন্দ্র মোদির এই বায়োপিক হবে আগের চেয়ে আলাদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান না, ছবিতে তাকে অনেক বড় করে দেখানো হোক। প্রধানমন্ত্রী নতুন এই বায়োপিকের মাধ্যমে তার বাস্তব জীবনকেই তুলে ধরতে চান।