অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা নিয়ে কয়েকদিন ধরেই নানা জল্পনা শুরু হয়েছিল। কারো দাবি, তিনি গুরুতর অসুস্থ। লিভার ট্রান্সপ্লান্ট করাতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। কেউ আবার বলছিলেন, এটি তার রুটিন চেকআপ।
শুক্রবার রাত্রে নিজেই মুখ খুললেন অমিতাভ বচ্চন। বাড়ি ফিরে তিনি নিজের শারীরিক অবস্থা নিয়ে ব্লগে পোস্ট করলেন। সেখানে লিখেছেন- কারো শারীরিক অবস্থা, অসুস্থতা ব্যক্তিগত ও গোপনীয় বিষয়। তাকে ব্যবহার করা বা তার থেকে বাণিজ্যিক সুবিধা তোলা অনুচিত। বোঝা উচিত, এটি বিক্রি করার মতো বিষয় নয়। পরে অমিতাভ বচ্চন আরো একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, যারা আমার জন্য প্রার্থনা করেছেন, তাদের সবাইকে আমার ভালবাসা।
শুক্রবার রাতে অমিতাভকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। স্ত্রী জয়া ও ছেলে অভিষেক হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে যান। যদিও সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। ফলে ঠিক কী কারণে অমিতাভকে হাসপাতালে ভর্তি করাতে হয় তা নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। রাতে বাড়ি ফিরে নিজের ব্লগে পোস্ট করেন অমিতাভ।