ব্রেকিং নিউজ

কেজরিকে ফোনে শুভেচ্ছা মমতার

হ্যাট্রিকের পথে এগিয়ে যেতেই অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপের জয়ের ইঙ্গিত পেতেই মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘‌মানুষ বিজেপিকে বাতিল করেছে। উন্নয়নই শেষ পর্যন্ত কাজ দেয়। মানুষ বিভাজনের রাজনীতি চায় না। আমরা খুব খুশি যে এতো ধর্মের রাজনীতি সত্ত্বেও সংকীর্ণতা জেতেনি। যেখানেই ভোট হচ্ছে সেখানেই হারছে বিজেপি। আশা করছি সিএএ, এনআরসি, এনপিআর–ও প্রত্যাহার করা হবে।’
ট্রেন্ড বলছে, তৃতীয়বার দিল্লির সিংহাসনে বসতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই বিপুল জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি দিল্লির ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মমতা। দিল্লির জয়ে আঞ্চলিক দলগুলির কতটা সুবিধে হল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মমতা জানান, আঞ্চলিক দলগুলি সবসময়ই শক্তিশালী। যেখানেই আঞ্চলিক দল রয়েছে, সেখানে কংগ্রেস জিরো। যেখানে আঞ্চলিক দল নেই, সেখানে তাদের কাজের সুফল পায় কংগ্রেস।’ বিজেপি এবার সিঙ্গল ডিজিটে নেমে যাবে।
মমতা আরও বলেন, ‘‌আপের জয় এবং বিজেপি’‌র পরাজয়ে আমি খুশি। ঘৃণার রাজনীতির কোনও জায়গা নেই।‌ দিল্লিতে গণতন্ত্রের জয় হয়েছে।’‌ মমতা জানান, ভোটে জিততে বিজেপি প্রশাসনিক সবরকম পদক্ষেপ করেছিল। তা সত্ত্বেও তাদের প্রতি মানুষ সদয় হয়নি। এই পরাজয়ের পর বিজেপি’‌র উচিত সিএএ, এনআরসি নিয়ে পিছু হঠা।