বরুণ ধাওয়ান ও সারা আলি খান অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমার শুটিং কিছুদিন আগেই শুরু হয়েছে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের ফিল্মিস্তান স্টুডিওতে সিনেমাটির শুটিংয়ের জন্য বড় ধরনের সেট তৈরি করা হয়েছে। কিন্তু আকস্মিক এক অগ্নিকাণ্ডে সেটটির কিছু অংশ পুড়ে ছাই হয়েছে বলা জানা যায়। বুধবার (১১ সেপ্টেম্বর) এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তখন সেটে উপস্থিত ছিলেন শুটিং ইউনিটের ১৫ জন কর্মী। তবে সেসময় ছিলেন না কোনো অভিনয়শিল্পী। আগুন লাগার বিষয়টি টের পাওয়ার পর তাৎক্ষণিক কর্মীরা দমকল বাহিনী ও পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে করে কেউ হতাহত হয়নি এবং সেটে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলেও জানা যায়।
১৯৯৫ সালের হিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’র প্রথম সিনেমাটির মতো রিমেকটিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। বাবার পরিচালনায় এটি বরুণের দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে রয়েছেন সারা আলী খান।