আন্তর্জাতিক

কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ কূটনীতিকের

গ্রেপ্তারের পর এই প্রথম ভারতীয় কূটনীতিক সঙ্গে দেখা করার সুযোগ পেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার কুলভূষণ যাদব। ঘণ্টাখানেক কথা বললেন ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়া। সোমবার সকালে ইসলামাবাদে পাক বিদেশ দপ্তরে কুলভূষণের সঙ্গে দেখা করেন গৌরব। কুলভূষণ যাদবকে ‘কনস্যুলার অ্যাক্সেস’ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত। পাকিস্তানের বিরোধিতা সত্ত্বেও কুলভূষণ যাদবকে ‘কনসুলার অ্যাক্সেস’–এর নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত। সেই নির্দেশের পরেও নানা অছিলায় কনস্যুলার অ্যাক্সেস–এর অনুমোদন দিচ্ছিল না। অবশেষে রবিবার পাকিস্তানের বিদেশমন্ত্রক থেকে টুইট করে কুলভূষণকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার খবর জানানো হয়।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, যাদবের সঙ্গে সাক্ষাতের আগে পাক বিদেশমন্ত্রকে গিয়ে ওই মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলের সঙ্গে বৈঠক করেন আলুওয়ালিয়া। ২০১৬ সালে যাদবকে গ্রেপ্তার করার পর এই প্রথম ভারতীয় কূটনীতিকরা কুলভূষণ যাদবের সঙ্গে কথা বললেন। যাদবের সঙ্গে দেখা করতে একাধিকবার আর্জি জানানো হয় হাই কমিশনারের পক্ষ থেকে।
ইরান থেকে পাকিস্তানে ঢোকার পর গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ২০১৬ সালের ৩ মার্চ বালুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণকে গ্রেপ্তার করে পাক নিরাপত্তা বাহিনী। তার পর ২০১৭ সালের এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। গত ১৭ জুলাই আন্তর্জাতিক আদালতের নির্দেশে বাধ্য হয়েই ছাড়পত্র দেয় পাকিস্তান। যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করে আইসিজে।