আন্তর্জাতিক লিড নিউজ

কাশ্মীরে বাস দুর্ঘটনা : ১৬ জন নিহত

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জম্মু-কাশ্মীরের দোদা শহরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসটি বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে ক্লেনী থেকে মারমতের গোয়া গ্রামের দিকে যাওয়ার সময় দোদা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দোদার সিনিয়র পুলিশ সুপার মুমতাজ আহমেদ বলেন, বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। বাকী ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতদের মধ্যে ৫ নারী ও ৩ শিশু রয়েছে।