কাশ্মীরে বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জম্মু-কাশ্মীরের দোদা শহরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসটি বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে ক্লেনী থেকে মারমতের গোয়া গ্রামের দিকে যাওয়ার সময় দোদা শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দোদার সিনিয়র পুলিশ সুপার মুমতাজ আহমেদ বলেন, বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। বাকী ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতদের মধ্যে ৫ নারী ও ৩ শিশু রয়েছে।
সম্পর্কিত খবর
তপ্ত উপত্যকায় ফের বন্ধের পরিবেশ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতই দাবি করুন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর, বাস্তব চিত্র কিন্তু সেই সাক্ষ্য বহন করছে না।
বিশ্বমঞ্চে তুরস্ককে তুলোধনা করল ভারত
Posted on Author নিজস্ব সংবাদদাতা
রাষ্ট্রপুঞ্জে তুরস্ককে তুলোধনা করল ভারত। কারণ কাশ্মীরে ফের মাথা গলানোর চেষ্টা করল তুরস্ক।
বেকারত্বের জ্বালায় অশান্তি–হাহাকার উপত্যকায়
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সময়টা খারাপ। কিন্তু কতটা খারাপ তা ডাল লেকের ধারে গেলেই বোঝা যাবে। কারণ সেখানে ছাতা লাগিয়ে বারবিকিউ সাজিয়ে বসার লোক বেড়ে চলেছে।