কালী পুজোতে থাকছে বৃষ্টির ভ্রুকূটি। বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা–সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
এদিন দুপুর থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং মুর্শিদাবাদের কয়েকটি জায়গায়ও বৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি দুর্গাপুজোর মতোই কালীপুজোয় ভাসবে? রবিবার কালীপুজো। ওই দিনও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কলকাতা এবং জেলায় জেলায় কালীপুজোর প্যান্ডেল তৈরির কাজ চলছে জোরকদমে। বাজির বাজারও বসেছে। ঠিক পুজোর আগে বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারা থেকে ব্যবসায়ীরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কালী পুজোয় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা–সহ হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।