কাশ্মীর সীমান্তে পাকিস্তানের জঙ্গি হামলা এবং অনুপ্রবেশের আতঙ্ক বড়দিনকে ছোট করতে পারেনি। অর্থাৎ ম্লান করতে পারেনি বড়দিনের আনন্দকে। ক্রিসমাস ক্যারলের তালে নিয়ন্ত্রণরেখায় দাঁড়িয়ে মেতে উঠলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আনন্দ করলেন, মিষ্টি মুখ করলেন এবং বাজালেন জিঙ্গল বেল।
দেখা গেল কাজের ফাঁকে আনন্দ খুঁজে নিতে ৫০–৬০ জন জওয়ানকে হাতে তালি দিয়ে জিঙ্গল বেল গাইছেন। সীমান্তের যে অঞ্চলে এই ঘটনাটি ঘটেচে সেখানে তাপমাত্রা যে শূন্যের অনেক নীচে, তা আশপাশের বরফ দেখেই বোঝা যায়। তবু প্রতিকূল আবহাওয়া থেকে শত্রুর আক্রমণের সম্ভাবনা, সবকিছুই উপেক্ষা করে বড়দিনের সুরে মেতেছে সেনাবাহিনী।
এই ঘটনাটি ভিডিও করা হয়। ১৩০ সেকেন্ডের এই ভিডিও অসম রেজিমেন্টের বলেই মনে করা হচ্ছে। কারণ ভিডিও–তে বরফ দিয়ে তৈরি স্নোম্যানের পাশাপাশি একটি গণ্ডারও দেখা যাচ্ছে। অসম রেজিমেন্টের প্রতীক হল গণ্ডার। ভিডিও–তে একজন সান্টা ক্লজের মতো পোশাক পরা। বাকিদের সবার স্নো পার্কস ও বুট পরনে।