পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু’দিন টানা নামার পর ফের উত্থান পারদের। নেপথ্যে সেই পশ্চিমি ঝঞ্ঝা। তার হাত ধরেই বুধবার মেঘ ঢুকেছে কলকাতার পরিষ্কার আকাশে। তাই বৃহস্পতিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কাশ্মীরে আগত নতুন পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা আর নামেনি। উলটে কিছুটা বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ১৩.৩ ডিগ্রিতে। মঙ্গলবারের চেয়ে তিন ডিগ্রি বেড়ে এদিন আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ২৪.৬ ডিগ্রিতে। একটি পশ্চিমি ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকেছে। যার প্রভাবে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে টানা তুষারপাত চলছে।
গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি শহরে। আজ কলকাতা–সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির পূর্বাভাস রাজ্যের অন্যত্র। দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান–মধ্যপ্রদেশে। এদের প্রভাবে ঘেঁটে গিয়েছে উত্তুরে বাতাসের স্বাভাবিক প্রবাহ। উলটে গাঙ্গেয় সমতলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। দুই বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষে বৃষ্টিপাত হচ্ছে উত্তর ভারতে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা–সহ দক্ষিণবঙ্গেও। তবে শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
