চীনের আতঙ্ক এখন বাংলাদেশের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কারণ করোনা ভাইরাসের আতঙ্ক এবার কড়া নাড়ছে বাংলাদেশে। এই ভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে ঢাকার একটি হাসপাতালে সর্দি–জ্বর নিয়ে ভর্তি হয়েছেন এক চীনের নাগরিক। তিনি চীনে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। যে কারণে উদ্বেগ বাড়ছে। যদিও করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ হল সর্দি–জ্বর। পাশাপাশি মাথাব্যথা, কাশি, শরীরের অস্বস্তি বোধ হয়। সর্দি–জ্বর নিয়ে চীনের নাগরিকের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা সরকারি আধিকারিকদের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চিকিৎসাধীন ব্যক্তির রক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ফলে চীনের রোগ পদ্মাপাড়ে ধেয়ে এসেছে কিনা তা নিয়ে জল্পনা দানা বেঁধেছে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অধিকর্তা অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, সর্দি–জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি চীন থেকে এসেছেন। অতীতে তিনি একাধিকবার চীনে গিয়েছেন। তার অর্থ এই নয় যে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসে সর্বাধিক আক্রান্তের ঘটনা সামনে এসেছে। এই শহরে এখনও পর্যন্ত ৭৬ জন প্রাণ হারিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
