লিড নিউজ

করোনা থাবা বসালো সেনাবাহিনীতে, জোর চাঞ্চল্য

এবার সেনাবাহিনীতেও থাবা বসালো করোনাভাইরাস। লেহ–তে এক জওয়ানের দেহে মিলল করোনাভাইরাসের অস্তিত্ব। গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ছুটিতে ছিলেন এই সেনা কর্মী। তাঁর বাবা ইরান থেকে তীর্থভ্রমণ করে সবে ফিরেছেন। জওয়ানের মা,বাবা, স্ত্রী, সন্তানকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লাদাখ স্কাউটের এই জওয়ান স্নো ওয়ারিয়র রেজিমেন্টে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে ভর্তি করা হয়েছে লাদাখের এসএনএম হাসপাতালে। তাঁর বাবার শরীরেও করোনাভাইরাস পাওয়া গিয়েছে। ২৯ ফেব্রুয়ারি থেকে তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল লাদাখ হার্ট ফাউন্ডেশনে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফে জানানো হয়েছে, বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় দফার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দেশে মোট ৭২ ল্যাবরেটরি চালু করা হয়েছে। টেস্ট পজিটিভ আসায় তাঁকে স্থানান্তরিত করা হয় এসএনএম হাসপাতালে। সেনা জওয়ানের বোন, স্ত্রী এবং দুই সন্তানকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এসএনএম হার্ট ফাউন্ডেশনে।
দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪২। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩ জনের। কলকাতায় একজনের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১,৮৭,৬৮৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৭৮৬৬ জনের।