করোনাভাইরাস আতঙ্কে ভয় পাচ্ছে জঙ্গি সংগঠন আইএস–ও। যেভাবে দ্রুত করোনাভাইরাস ছড়াচ্ছে তাতে সদস্যদের সতর্ক করতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে সংগঠনের তরফে। সংগঠনের পুস্তিকা আল নাবা–য় বলা হয়েছে, এখন বেশি সফর করা যাবে না। নিয়মিত ধুতে হবে হাত।
করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য জঙ্গিদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে আইএস। এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন দেশগুলিতে যাওয়া চলবে না। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাওয়া চলবে না। সবসময় ভাল করে হাত ধুতে হবে।
আইএসের তরফে আরও বলা হয়েছে, ঈশ্বরের ওপরে এখন বিশ্বাস রাখতে হবে। সবসময় মুখ ঢেকে রাখতে হবে। হাঁচি, কাশির সময় মুখ ঢাকতে হবে। বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে সাবধানতা অবলম্বন করতে বলছেন তেমনটাই করতে হবে। মানুষ যেমন সিংহ দেখলে পালায়, ঠিক তেমনভাবেই করোনা আক্রান্তদের কাছ থেকে দূরে সরে যেতে হবে।’
বিশ্বের বিভিন্ন দেশের মতো পশ্চিম এশিয়ার দেশগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইরাকে এখনও পর্যন্ত সরকারিভাবে আক্রান্ত ৭৯। সংক্রমণের আশঙ্কা সবাইকেই তটস্থ করে রেখেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন। সেখানে মারা গিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। তার পরেই রয়েছে ইতালি ও চীন। ভারতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন দু’জন।