করোনাভাইরাসের বিরুদ্ধে সাফল্য পেল চীন। এই প্রথম ঘরোয়া আক্রান্তের সংখ্যা শূন্য হল সেখানে। বৃহস্পতিবার যে রিপোর্ট চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, নিজেদের দেশে নতুন করে কোনো কোভিড ১৯ আক্রান্ত রোগী নেই। এখন বাইরের দেশ থেকে কোভিড ১৯ আক্রান্তরা সে দেশে প্রবেশ করছেন। ফলে বাইরে থেকে আসা রোগীর সংখ্যা ৩৪।
উল্লেখ্য, গত দু’মাসের মধ্যে এই প্রথম করোনাভাইরাসের আঁতুড়ঘর উহানে আর নতুন করে কেউ আক্রান্ত হননি।
২৩ জানুয়ারি থেকে উহানে পুরোপুরি লকডাউন করে দিয়েছিল প্রশাসন। উহানের প্রায় এক কোটি এক লক্ষ মানুষ ঘরবন্দি ছিলেন। বাকি হুবেই প্রদেশে লকডাউনে রেখে দেওয়া হয়েছিল চার কোটি মানুষকে। বাকি চীনে লকডাউন ঘোষণা না করা হলেও, ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপ করেছিল প্রশাসন।
তবে আরও ৮ জনের মৃত্যু হয়েছে চীনে। সেখানে এখন মোট মৃতের সংখ্যা ৩,২৪৫। গোটা বিশ্বে করোনা–ত্রাসে মারা গিয়েছেন ৮,৯৬৭ জন। তবে গোটা ইউরোপে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা চীনকে ছাপিয়ে গিয়েছে। প্রথম দিকে করোনা ভাইরাসকে লঘু করে দেখার জন্য এই ফল ভুগতে হচ্ছে গোটা ইউরোপকে বলে মনে করা হচ্ছে।