চলে গেলেন পদ্মশ্রী সঙ্গীতশিল্পী নির্মল সিং। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পদ্মশ্রী শিখ ধর্মীয় সঙ্গীতশিল্পী নির্মল সিং। বৃহস্পতিবার ভোর ৪টে ৩০ মিনিটে অমৃতসরে তাঁর জীবনাবসান হয়। স্বর্ণমন্দিরে প্রাক্তন ‘হাজুরি রাগি’ হিসাবে বিখ্যাত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
হাসপাতাল সূত্রে খবর, স্বর্ণমন্দিরের প্রাক্তন হাজুরি রাগী বুধবার থেকেই হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। তাঁর শ্বাসকষ্ট থাকায় সংক্রমণ আরও মারাত্মক আকার নেয়। পাঞ্জাবের করোনার সংক্রমণ প্রতিরোধের দায়িত্ব থাকা টিমের এক আধিকারিক কেবিএস সিধু জানান, আগে থেকেই নির্মল সিংয়ের শ্বাসকষ্টের সমস্যা ছিল। করোনার প্রকোপে তা আরও বেড়ে যায়। গত মাসে তিনি বিদেশ থেকে ফিরেছিলেন। তখন থেকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। বিপদ আশঙ্কা করে গত ৩০ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। উল্লেখ্য, ২০০৯ সালে পদ্মশ্রী পান নির্মল সিং। গুরু গ্রন্থ সাহিবের গুরবানির ৩১টি রাগে বিশেষ পারদর্শিতার জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
পরিবার সূত্রে খবর, সম্প্রতি বিদেশ থেকে ঘুরে এসে শ্বাসকষ্ট শুরু হয় নির্মল সিংয়ের। তাঁকে ৩০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। বিদেশ থেকে ফেরার পর দিল্লি, চণ্ডীগড় এবং অন্যান্য জায়গায় বিরাট জমায়েতে অংশ নিয়েছিলেন তিনি। ১৯ মার্চে চণ্ডীগড়ের বাড়িতে তিনি ও তাঁর পরিবার এবং আত্মীয়স্বজনেরা কীর্তনের আসর বসিয়েছিলেন। নির্মল সিংয়ের দুই কন্যা, পুত্র, স্ত্রী, চালক এবং আরও ৬ জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
