বিশ্বের আনাচে কানাচে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এবার বলিউডের বেবিডল খ্যাত গায়িকা কনিকা কাপুর আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এ গায়িকা নিজেই টুইটবার্তায় জানান, তার করোনাভাইরাসে পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
ইনস্টাগ্রামে কনিকা কাপুর বলেন, ‘চার দিন ধরে আমার জ্বর হয়েছিল। পরীক্ষা করে দেখলাম আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমি ও আমার পরিবার এখন কোয়ারেন্টিনে আছি। যাদের সংস্পর্শে গিয়েছি, তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আমার এয়ারপোর্টে চেক হয়েছিল দশদিন আগে, তখন কিছু ধরা পড়েনি। আমি সুস্থ আছি, সাধারণ জ্বরের মতো একটু লাগছে।’’
কনিকার বাবা জানিয়েছেন, তিনি দিন দশেক আগে যুক্তরাজ্য থেকে ফিরে লখনউতে নিজের বাড়ি যান। কনিকা কানপুরে একটা ও লখনউতে দুটো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সে অনুষ্ঠানে অনেক রাজনীতিবিদ, আমলাসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসেন। এই গায়িকার করোনাভাইরাস ধরা পড়ায় অনেকে চিন্তিত হয়ে পড়েছেন। কীভাবে এত লোকের সঙ্গে যোগাযোগ করে তাদের কোয়ারেন্টিন করা হবে, প্রশাসন তা ভেবে উঠতে পারছে না।