ব্রেকিং নিউজ স্বাস্থ্য

করোনার প্রতিষেধক আবিষ্কারের পথে ভারত

ভারতে করোনার প্রতিষেধক আবিষ্কারের গবেষণা সঠিক দিশায় এগিয়ে চলেছে বলে আশ্বাস দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আবার দেশের সেরা ১০ জন বিজ্ঞানী দিন–রাত এক করে ফেলছেন। করোনার টিকা আবিষ্কারে কি ভারতই পথ দেখাবে?‌ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমুউনোলজির দাবি তেমনই। সকলে প্রতিষেধক আবিষ্কারের অপেক্ষায়। বিভিন্ন দেশেই চলছে তার কাজ।
শুধুমাত্র লকডাউন করলেই এই ভাইরাস রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যত তাড়াতাড়ি সম্ভব টিকা আবিষ্কার করতে পারলেই এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। সেই জীবনদায়ী টিকা আবিষ্কারের কাজে নেমেছেন সেরা ১০জন বিজ্ঞানী। কোভিড–১৯ টিকা আবিষ্কারের ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই আশার আলো দেখা যেতে পারে বলে জানান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমুউনোলজির ডিরেক্টর ডাক্তার অমূল্য কে পান্ডা। এখন এই খবরেই ভরসা রাখছেন মানুষ।
স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, ‘কনট্যাক্ট ট্রেসিং’ ও ‘ক্লাসটার কনটেনমেন্ট’ পদ্ধতির মাধ্যমে সংক্রমণ আটকানোর চেষ্টা করা হচ্ছে। কোনও আক্রান্তের খোঁজ মেলা মানেই সরকারের কাছে তা হটস্পটের মতো। এবার ‘ক্লাসটার কনটেনমেন্ট’ পদ্ধতিতে তার সংস্পর্শে কারা এসেছিল, তা খুঁজে বার করা হয়। তারপর সেই সম্ভাব্য তালিকার মানুষদের উপর নজর রাখা হয়। এভাবেই চলছে করোনা সংক্রমণ আটকানোর লড়াই।