ভোজন প্রিয় বাঙালির খাবার নিয়ে এখন সবচেয়ে বেশি চিন্তা। কোন খাবার খাওয়া যাবে বা কিভাবে খেলে করোনার সংক্রমণের ভয় থাকবে না। অনেকেই বুঝতে পারছে না, শাক-সবজি বা মাছ মাংস থেকেও কি তাহলে করোনার জীবাণু ছড়াতে পারে? সত্যিই কতটা আশঙ্কা আছে খাবারের মাধ্যমে আক্রান্ত হওয়ার? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত আমরা যে ধরনের মাছ, মাংস বা সবজি খাই এগুলো থেকে এই ভাইরাস ছড়ানো সম্ভব না। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এই অঞ্চলের খাবারের মাধ্যমে কোনো সমস্যা হবার কথা নয়। তারপরও যেসব সাবধানতা মেনে চলা ভালো:
• টাটকা সবজি ও মাছ-মাংস যাচাই করে কিনুন
• প্যাকেটজাত ফ্রিজের মাছ-মাংস না কেনার চেষ্টা করুন
• ভালো করে ধুয়ে ও সেদ্ধ করে নিশ্চিন্তে মাছ-মাংস খেতে পারেন
• এছাড়া ভিনেগার মেশানো জলে সাত থেকে আট মিনিট ফল ও সবজি ভিজিয়ে রাখুন। ভিনেগার ৯৫ শতাংশ ভাইরাস ও ৯০ শতাংশ ব্যাকটেরিয়া মেরে ফেলে। ফল ও সবজির বাইরের আবরণ ও খোসা ফেলে দিন।
• এক চা-চামচ বেকিং সোডা ও দুই চা চামচ লেবুর রস পানিতে দিয়েও ফল বা সবজি ধুয়ে নিতে পারেন। এতেও জীবাণু দূর হবে।
অনেক বেশি মাছ-মাংস বা সবজি-ফল একসঙ্গে না কিনে চেষ্টা করুন প্রতি সপ্তাহে বাজার করতে।