বাংলাদেশ স্বাস্থ্য

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এমন ঘটনা মোটেই কাঙ্খিত হয়। করানোভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সম্প্রতি রাজধানী ঢাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকার মহাখালিতে নার্সিং অধিদপ্তরের নতুন ভবন পরিদর্শনে আসেন জাহিদ মালেক। তখন তিনি অভিযোগ করেন, করোনাভাইরাস নিয়ে একশ্রেণির অসাধু ব্যক্তি গুজব ছড়ানোর চেষ্টা করছে। মুরগির মাংস খাওয়া, মাস্ক ব্যবহার করা থেকে শুরু করে বিদেশ থেকে ফেরত সুস্থ মানুষকে নিয়েও গুজব রটানোর চক্রান্ত চলছে। এমন কোনও ঘটনা প্রশাসনের নজরে এলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সরকারি বক্তব্য ছাড়া অন্য কারও কথায় কান দেওয়ার দরকার নেই।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি প্রবেশপথে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত ২ লক্ষাধিক ব্যক্তির স্ক্রিনিং করা হয়েছে। এমনকী করোনা আক্রান্ত সন্দেহে বিদেশ থেকে ফেরত ৭২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বাংলাদেশে একজনের শরীরেও করোনাভাইরাসে সংক্রমণ পাওয়া যায়নি।