আগামী ৯ নভেম্বর খুলে দেওয়া হবে করতারপুর করিডর। গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে প্রথম দফায় সেখানে যাবেন ৫৭৫ শিখ পুণ্যার্থী। তার আগেই নারওয়াল জেলায় জঙ্গি কার্যকলাপ নজরে পড়ল ভারতীয় গোয়েন্দাদের। এখানেই রয়েছে করতারপুর গুরুদ্বার দরবার সাহিব। আন্তর্জাতিক সীমান্তবর্তী পাকিস্তানের নারোয়াল জেলায় জঙ্গি ঘাঁটির কথা উল্লেখ করে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।
বিএসএফ সূত্রে খবর, নারওয়াল জেলার মুরিদকে, শাকারগড় এবং নারওয়ালে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে বেশ কিছু পুরুষ ও মহিলা জঙ্গি। এমনকী ডেরা বেঁধে রয়েছে তারা। ভারতের ৩–৪ কিলোমিটার ভেতরে পাক মোবাইল নেটওয়ার্ক ব্যবহার সম্ভব হওয়ায়ও গোয়েন্দাদের চিন্তার কারণে পরিণত হয়েছে। পাকিস্তানে করতারপুর করিডেরের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। উৎসব উপলক্ষ্যে সাজানো হয়েছে। আগামী ৯ নভেম্বর ভারতের দিকে ওই করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই জঙ্গিদের উপস্থিতিতে করিডর উদ্বোধনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।
১২ নভেম্বর পালিত হবে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। তাই গত বৃহস্পতিবারই লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে শিখদের ১১০০ জনের তীর্থযাত্রীদের দল। পাঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক সৌধ থেকে করতারপুরের গুরুদ্বার দরবার সাহিবকে সড়ক পথে জুড়ে দেওয়া হয়েছে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–সহ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, হরসিমরত কৌর, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রমুখ। তবে সীমান্তবর্তী পাক জেলাগুলিতে জঙ্গি আনাগোনা নিয়ে গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা বেড়েছে।