নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিস্ট শাসনের ৭০ বছরপূর্তি উদযাপন করছে চীন। ১৯৪৯ সালের ১ অক্টোবর জাপানি ঔপনিবেশিকতা থেকে মুক্ত হয়ে মাও সে তুংয়ের নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়।মঙ্গলবার দেশটির রাজধানী বেইজিংয়ের কেন্দ্রস্থল তিয়ানআনমেন স্কয়ারে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে সামরিক মহড়া শুরু হয়। প্রেসিডেন্ট শি জিনপিং একটি গাড়িতে দাঁড়িয়ে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। এসময় সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ উপলক্ষে চীনের ঘরে ঘরে জাতীয় পতাকা টানানো হয়েছে। জাতীয় পতাকা শোভা পাচ্ছে শপিং মল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও। ৭০ বছর আগে চীনের কমিউনিস্ট পার্টি ক্ষমতাসীন কুয়োমিনটাং (কেএমটি) বা জাতীয় পার্টিকে পরাজিত করার পর মাও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।
