সময় পেলেই সমাজের অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন শাহরুখ খান। আজ থেকে সাত বছর আগে প্রতিষ্ঠা করেন ‘মীর ফাউন্ডেশন’। এসিড আক্রান্ত নারীদের পাশে দাঁড়াতেই মূলত শাহরুখ এটা প্রতিষ্ঠা করেন।
শাহরুখ খান এবার এক এসিড আক্রান্ত বাঙালি মেয়ের বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন। পশ্চিমবঙ্গের মেয়ে সঞ্চয়িতার বিয়ের দায়িত্ব নেওয়া হয়েছিল শাহরুখের এই সংগঠনের পক্ষ থেকে। তবে সঞ্চয়িতার বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও শাহরুখ অবশ্য তাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি।
সম্প্রতি মীর ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে শাহরুখ খান এ প্রসঙ্গে বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন এসিড আক্রান্তদের পাশে দাঁড়াবেন। তার অবর্তমানে এই সংস্থার সমস্ত দায়িত্বভার দেওয়া হয়েছে তার মেয়ে সুহানা খানকে।