লিড নিউজ

এবার হোলি মিলনে যোগ দেবেন না প্রধানমন্ত্রী!‌

‘‌খেলব হোলি রং দেব না, তাই কখনও হয়’‌। না তা হয় না। তার থেকে হোলি খেলবই না। এমনই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮। তাই হোলি মিলন নিয়ে তাঁর সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাঁকিয়ে বসেছে আতঙ্ক। আর তার জেরে এই বছরের হোলি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে জানালেন নিজেই। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় জমায়েতে অংশগ্রহণ নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। সেই পরামর্শ মেনেই হোলিতে যোগ দেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার সকাল টুইটে তিনি লেখেন, ‘করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে দুনিয়ায় সব জায়গার বিশেষজ্ঞরা ভিড় এড়িয়ে চলতে পরামর্শ দিচ্ছেন। তাই সিদ্ধান্তি নিয়েছি এবার হোলি মিলন অনুষ্ঠানে অংশ নেব না।’‌ চীন থেকে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসা, দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং থেকে শুরু করে সন্দেহভাজনদের আলাদা করে রাখা হলেও দেশে করোনার প্রভাবমুক্ত করা গেল না। দেশে সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তার পরেই প্রধানমন্ত্রীর টুইট।
উল্লেখ্য, মঙ্গলবারই প্রধানমন্ত্রী দেশবাসীকে বলেছিলেন, আতঙ্কের কোনও কারণ নেই। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ঠ সতর্কতা নেওয়া হয়েছে। বিশ্বের ৬০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। চীন, দক্ষিন কোরিয়া, জাপান, ইতালি, ইরানে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তিনিও হোলির অনুষ্ঠানে যোগ দেবেন না। অমিতের টুইট, ‘হোলি ভারতবাসীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। কিন্তু করোনাভাইরাসের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, হোলি মিলন উৎসবে যোগ দেব না।’