কিছুতেই থামানো যাচ্ছে না দেশে গণধর্ষণের ঘটনা। হায়দরাবাদ, উন্নাও নিয়ে যখন দেশজুড়ে তোলপাড় হচ্ছে তখন ফের উন্নাও জেলায় ধর্ষণের ঘটনা ঘটল! এনকাউন্টারের ঘটনা থেকে শিক্ষা নেওয়া হল কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার ধর্ষণের শিকার তিন বছরের শিশুকন্যা! যা নিয়ে ফের তপ্ত হতে চলেছে দেশের শিক্ষিত সমাজ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে প্রতিবেশী গ্রামের এক বর্বরের যৌন লালসার শিকার হল তিন বছরের শিশু। অভিযুক্ত গৌতম শিশুটিকে টেনে হিঁচড়ে কাছের একটি মাঠে নিয়ে যায় ও ধর্ষণ করে। মাঠের মধ্যে শিশুর গোঙানির আওয়াজ পেয়ে তাঁর কাকা তাঁকে উদ্ধার করে। হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত। তাকে গ্রামের মধ্যে টেনে নিয়ে যায় শিশুটির কাকা। এরপর পুলিশে খবর দেওয়া হলে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষিতা শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পসকো আইন মামলা রজ্জু করা হয়েছে। জেরা করা হচ্ছে তাকে। অভিযুক্ত গৌতমই শিশুটিকে ধর্ষণ করার জন্য টেনে হিঁচড়ে মাঠে নিয়ে গিয়েছিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।