আবারও সিএএ বিরোধিতায় অবরুদ্ধ রাজধানী। শনিবার রাত থেকে উত্তরপূর্ব দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন কমপক্ষে ২০০ জন মহিলা। পুরো এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতীয় পতাকা হাতে ‘আজাদি’ স্লোগানের সঙ্গেই ‘আমাদের সিএএ এবং এনআরসি–র থেকে স্বাধীনতা চাই’ স্লোগানও দিচ্ছেন প্রতিবাদীরা। এই আন্দোলনের জেরেও আটকে পড়েছে দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিবাদীদের বুঝিয়ে রাস্তা খোলার চেষ্টা হলেও কোনও ফল হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে জাফরাবাদ মেট্রো স্টেশন। আধাসেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
দিল্লি পুলিশের পদস্থ অফিসার বেদপ্রকাশ সূর্য জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই রাস্তা খোলার চেষ্টায় রবিবার সকাল থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন। রবিবার সকাল থেকে একই ইস্যুতে দিল্লির চাঁদবাগেও অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে, সরকারি চাকরি ও পদন্নোতিতে তফসিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণ দিতে বাধ্য নয় সরকার। সেই রায়ের প্রতিবাদে রবিবার দেশ জুড়ে প্রতিবাদ–আন্দোলনের ডাক দিয়েছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। সেই আন্দোলনকেও সমর্থন করেছেন এই মহিলারা।
অন্যদিকে প্রতিবাদে বন্ধ ডাকা হয়েছে। জাফরাবাদেও ভীম আর্মির সমর্থনে হাতে নীল ব্যান্ড পরে চলছে বিক্ষোভ। সিএএ বিরোধিতায় গত ৬৯ দিন ধরে বন্ধ থাকার পর গত ২১ তারিখ খুলে যায় দিল্লি–নয়ডা সড়ক। কড়া পুলিশি পাহারায় সেই রাস্তায় আপাতত যান চলাচল নির্বিঘ্নেই চলছে।