আবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে যাওয়ার হাতছানি। তবে এই দফায় হাড়কাঁপানো শীতের আয়ু ছোট। সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে। শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝার জন্য নতুন বছরের প্রথম তিন দিনে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মেঘলা আকাশ আর নাগাড়ে বৃষ্টিতেই এবার বর্ষবরণ করতে হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বছরের শেষটা জমিয়ে ঠান্ডা পড়বে পশ্চিমের জেলায়। উত্তরে রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার জেরেই ফের বছরের শুরুতে বৃষ্টি হতে পারে।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বড়দিনের পর বৃষ্টিতে ভিজেছে শহর। তারপরেই নেমেছে উষ্ণতার পারদ। শুক্রবারও দিনভর মেঘলা ছিল আকাশ। শনিবার কিন্তু ঝলমলে আকাশ দেখা দিয়েছে। আর পূর্বাভাস মতোই ফের জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। শনিবার কলকাতায় পারদ নামতে পারে ১০ ডিগ্রিতে। কলকাতা বাদে রাজ্যের সব জেলাতেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারও কনকনে ঠাণ্ডা থাকবে শহর ও জেলায়।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পারদ থাকবে ১১ ডিগ্রির কাছাকাছি। তবে নতুন বছরের শুরুটা ঝলমলে নয়, বর্ষবরণ হবে মেঘ–বৃষ্টির খেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে শনিবার দিনভর কনকনে ঠাণ্ডা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে সরবে। তখন বাতাসের উপরের স্তরে ঠান্ডা উত্তুরে-পশ্চিমি বাতাস থাকবে আর নীচের স্তরে বঙ্গোপসাগর থেকে ঢুকবে সোঁদা পুবালি বাতাস। দুই বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বছরের প্রথম দিন থেকেই বৃষ্টি হতে পারে বাংলায়। দ্বিতীয় দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। হয়তো শিলাবৃষ্টিও। তখন রাতের তাপমাত্রা বাড়লেও মেঘ–বৃষ্টির সৌজন্যে স্যাঁতসেঁতে ঠাণ্ডা থাকবে দিনে।