জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ (এনপিআর) নিয়ে বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ওই বৈঠকে যোগ দিচ্ছে না পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১৭ তারিখ এনপিআর নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। ওই বৈঠকে যোগ দেবে না বাংলার সরকার। এক্ষেত্রে আগের অবস্থানে এখনও অনড় পশ্চিমবঙ্গ এবং কেরল। এই দুই রাজ্যে এনপিআর চালু হবে না বলে আগেই জানিয়েছিল। কেন্দ্রীয় সরকারকে একথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে তারা।
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে, এনপিআরের জন্য রাজ্যগুলিকে মুখ্য জনগণনা আধিকারিক নিয়োগ বাধ্যতামূলক। দেশের মধ্যে এখনও পর্যন্ত তিনটি রাজ্য ছাড়া বাকি সরকার নিয়োগ করেছে। ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারের ক্ষেত্রে মুখ্য জনগণনা আধিকারিকের নিয়োগ চূড়ান্ত পর্যায় বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তলায় তলায় এনপিআর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে সিপিএম। এদিন বামেদের নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, সিপিএম বলছে, এনপিআর চলছে। এটা ঠিক নয়। এবার আইন আইনের পথ চলবে। এটা আপনাকে প্রমাণ করতে হবে নয়তো ক্ষমা চান।
নয়া নাগরিকত্ব আইন চালুর পরে দেশজুড়ে এনআরসি চালু করা হবে বলে আগে একাধিকবার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–সহ বিজেপি’র একাধিক প্রথমসারির নেতামন্ত্রী। যে কারণে এনপিআরকে ভবিষ্যতের নাগরিকদের তালিকা তৈরির অঙ্গ হিসেবে দেখছেন অনেকে। ফলে সাধারণ মানুষের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, বিরোধীরা বৈঠক ডেকেছিল, উনি গেলেন না। রাজ্যে আমাদের সঙ্গে সরাসরি সংঘাত। কিন্তু জাতীয়স্তরে একজোট হতে আপত্তি নেই। মোদীর সঙ্গে বৈঠক করে এনআরসি বিরোধী মঞ্চে চলে গেলেন। তৃণমূল নেতারাও বলতে পারবেন না উনি কী চান। আগে ওনাকে অবস্থান স্পষ্ট করতে হবে।