উপস্থাপক ছাড়া অনুষ্ঠিত হবে ৯২তম অস্কার। প্রতিবছরই কে উপস্থাপনা করবেন এ নিয়ে থাকে অনেক কৌতূহল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে অস্কার। মাত্র এক মাস বাকি। ৯ ফেব্রুয়ারি ৯২তম অস্কারের অনুষ্ঠান হবে। তবে এবার অস্কারে থাকছে না কোনো উপস্থাপক। তারকারা বিজয়ীদের হাতে বিভিন্ন বিভাগের পুরস্কার তুলে দেবেন। পুরোনো রীতিতেই দেয়া হবে পুরস্কার, শুধু থাকবে না উপস্থাপক।