বৃহস্পতিবার সকালে শুরু হল খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা। লোকসভা নির্বাচনে বিজেপি’র উত্থানের ৬ মাস পর, এখন রাজ্যে গেরুয়া শিবিরের প্রভাব কতটা? তৃণমূল কী জমি পুনরুদ্ধার করতে পারবে? বাম–কংগ্রেস জোটের ভবিষ্যৎই বা কী? সব প্রশ্নের উত্তর মিলবে কয়েক ঘন্টা পর। কারণ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণকে বলা হচ্ছে লিটমাস টেস্ট বা সেমিফাইনাল।
এদিকে জাতীয় নাগরিকপঞ্জি, জম্মু–কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ এবং সম্প্রতি অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের মতো জাতীয় স্তরে আলোড়ন ফেলে দেওয়া ঘটনার পরে এই প্রথম রাজ্যে কোনও নির্বাচন অনুষ্ঠিত হল। গত বিধানসভা ভোটে ফল ছিল ১–১–১। লোকসভা নির্বাচনে বিধানসভাওয়াড়ি ফলে তা পাল্টে গিয়ে হয়, বিজেপি ২, তৃণমূল ১। এবার পাল্লাভারী তৃণমূলের। তবে বর্তমানে প্রেক্ষাপটে ডার্ক হর্স বিজেপি।
অন্যদিকে খড়গপুর সদর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় পুরপ্রধান প্রদীপ সরকারকে, করিমপুরের প্রার্থী বিমলেন্দু সিংহ রায় এবং কালিয়াগঞ্জে তপন দেব সিংহ। করিমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার, খড়গপুর সদরে প্রেমচাঁদ ঝা এবং কালিয়াগঞ্জে কমলচন্দ্র সরকার পদ্ম প্রতীকে লড়াই করেছেন। বাম–কংগ্রেস জোটের প্রার্থী হিসেবেই করিমপুরে লড়াই করেছেন সিপিএমের তরুণ আইনজীবী গোলাম রাব্বি। কালিয়াগঞ্জে প্রয়াত প্রমথনাথ রায়ের মেয়ে ধীতশ্রী রায় এবং খড়্গপুরে পুর–কাউন্সিলর চিত্তরঞ্জন মণ্ডল কংগ্রেসের টিকিটে লড়াই করেছেন।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে করিমপুরে প্রায় ১৬ হাজার ভোটে তৃণমূল জয়ী হয়। লোকসভা ভোটে এই কেন্দ্রে ঘাসফুলের প্রার্থীই প্রায় ১৪ হাজার ভোটে এগিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের তুলনায়, লোকসভা নির্বাচনে করিমপুরে তৃণমূলের ভোট প্রায় ৩ শতাংশ কমে যায়। ২৪ শতাংশ ভোট বাড়ে বিজেপি’র। প্রায় ১৮ শতাংশ ভোট কমে বাম–কংগ্রেসের। আর বিধানসভা নির্বাচনে খড়গপুরে প্রায় ৬ হাজার ভোটে জয়ী হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা ভোটে এই কেন্দ্রে ৪৫ হাজার ভোটে এগিয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনের তুলনায় লোকসভা নির্বাচনে, খড়গপুরে তৃণমূলের ভোট প্রায় ৮ শতাংশ বাড়ে। তবে বাম–কংগ্রেস–তৃণমূলের সম্মিলিত ভোটের চেয়েও বেশি ভোট যায় বিজেপির ঝুলিতে। তাছাড়া গত বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয় কংগ্রেস। গত লোকসভা ভোটে এই কেন্দ্রে ৫৭ হাজার ভোটে এগিয়ে যায় বিজেপি। বিধানসভা নির্বাচনের তুলনায় লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জে তৃণমূলের ভোট প্রায় ৪ শতাংশ কমে যায়।
