আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ : গুলিতে নিহত ১৩

ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছে। বুধবার রাতে নাজাফে ইরানি দূতাবাসে অগ্নিসংযোগের পর নাসিরিয়ায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০০ জন। নাসিরিয়ায় নতুন করে বিক্ষোভ শুরু হতেই এ গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা ঘটে। এদিকে অগ্নিসংযোগের ঘটনায় ইরাক শহর নাজাফ ও তার পার্শ্ববর্তী এলাকায় কারফিউ জারি করা হয়েছে।নাসিরিয়া এখন নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। পুলিশ রাস্তা ও অলিগলিতে অবস্থান নিয়েছে। ইরাকের সরকারবিরোধী বিক্ষোভকারীরা মূলত রাজনৈতিক নেতাদের নির্দেশেই বিক্ষোভ চালিয়ে আসছে। গত অক্টোবরে শুরু হওয়া এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ৩৬০ জনেরও বেশি। আহত হয়েছে প্রায় দেড় হাজার।