আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সহিংসতা : নিহত ২০

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। পাপুয়ার জয়াউইজয়া অঞ্চলের প্রধান নগরী ওয়ামেনায় সোমবার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে লড়াইয়ের পর সংঘর্ষ শুরু হয় এবং পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষুব্ধরা সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। পাপুয়া প্রদেশের রাজধানী জয়াপুরায় সোমবার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে চলার সময় কয়েকজন শিক্ষার্থী এক সেনাকে ঘিরে ধরে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানায় সেখানকার পুলিশ। বিক্ষোভের সময় আরো তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগেও পাপুয়ানদের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগে পাপুয়া এবং ওয়েস্ট পাপুয়ায় হাজার হাজার মানুষের সহিংস বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে আসার কয়েক সপ্তাহের মাথায়ই নতুন করে এ সংঘর্ষ হলো।